পাখির ডানা থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটার মতো
ক্ষীণ শব্দে জেগে উঠে বিবর্ণ দিনগুলো,
চীনের প্রাচীরের মতোই ঠেসে আছে বিশাল অক্ষমতা,
ক্রাচে ভর দিয়ে হাঁটছে-এই জনপদ!
দর্শনার্থী অনেক, ঈর্ষা আছে অথচ তেজ নেই!
অর্বাচীন আবেগে বাতাসে ভেসে উঠে-রঙিন বেলুন।
সর্বভুক সাধু!
অস্পষ্ট জনতার চোখ!