একি অশুভলগ্ন!
শেষ হতে শুরু করেছে মনের উজ্জ্বলতা
এই যেনো অদ্ভুত এক প্রাচীন গহব্বর,
বুকের খুব গভীরে কান্নার শব্দ বাজে!
সূর্যের তেজহীন গতিরেখা, নিঃস্তব্ধ রাত্রি
পরাঙ্মুখ অভিযোজন....
তবে কী-
দুঃখ ও মায়ার জালে
নিজেকে বিসর্জন দিয়েই জীবনের মুক্তি!
দৃশ্যত কঠিন টানাপোড়ন,
রঙ্গমঞ্চে ভাঁওতাবাজদের সুদীর্ঘ ভাষণে
আমাদের জীবনের নূন্যতম আলোড়ন নেই
লুদলুদে হলুদ শব্দগুলো পচে মরুক।