তোমাকে ভালবাসতে চেয়েছিলাম,
দিগন্ত প্লাবিত ভালবাসা।
অবারিত স্বপ্ন দেখাও ছিল...
মনপিয়াসি সুখগুলো ছুঁইছুঁই করবে,
প্রেমশব্দে রচিত হবে কবিতা।
এই যে পাহাড়-নিঃশব্দে কাছে এসে দাঁড়াবে...
এই যে সমুদ্র-এই বুকে উপচে পড়বে নদীর ঢেউ।
চেয়েছিলাম, তোমার হাতে হাতে রাখতে,
ঠোঁটে ঠোঁট, বুকে বুক!
ফুটবে কেয়া, মাধবীলতা ফুল।
একটিবার এসে মেপে দেখো-
তোমার প্রতি আমার মনের গভীরতা কতটুক!
অপেক্ষায় আছি মৃত্তিকা..
তবে কি জানো?
সময় ক্রমশ; এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে!