অনার্য পৃথিবীর ছায়ায় লোকান্তরিত
হতে হতে পুনরায় জেগে উঠি
কালোধলো মেঘের আড়ালে ছড়িয়ে পড়া
দুঃখগুলোর পুনঃ পুনঃ আগমন ঘটে চলে!
এভাবেই পৃথিবীর বুক-পিঠে এবং
বিশালাকার ছায়াপৃষ্ঠে আমি ভেসে বেড়াই!
অনিকেত প্রান্তরে ছুটে আসা আলোয়-
প্রেয়সীর মুখ যেনো এক নিষিদ্ধ লোবান।