প্রাণহীন জীবনের দাঁড়টানছি।
গভীরতর কিছুকিছু
ক্ষত সারাতে এপোঁড়,ওপোঁড় হচ্ছি।
স্বপ্নহীন সময়ের তরী কিংবা
ধাবমান একখানা ট্রাক!
পিষ্ট হয়ে যেতে পারি-
যেকোনো দিন, যেকোন মূহুর্তে।
যন্ত্রণাগুলো পিছু হাঁটছে,
দুঃখগুলোও সমানে।
অবিমিশ্র ভাবনা কিংবা
স্বপ্নের ভেতর জেগে উঠে
স্নিগ্ধ, লাবণ্যময়ী একজন!
অন্যত্র চারপাশে ঘুরে বেড়ায়
অশরীরি আত্মা, হতে পারে -
সালেহা, রিমা, স্মৃতিকনা কিংবা তনু!
এবং
সফেদ পাঞ্জাবি পড়া
কতিপয় মুখোশ!