চোখজুড়ে নেমে এসেছে অভদ্র আঁধার, ছিন্নভিন্ন প্রান্থপথ....
কুৎসিত শরীরি উৎসবে ম্রিয়মাণ জোৎস্নার নৃত্যকলা,
আলতামাখা উন্মাদ রমণীদের বক্ষগোলকে, যাদুমন্ত্রে...
রাজনীতিবিদ, রাজ্যপাল, বুদ্ধিজীবী, কবিদের একাংশ
ভীষণভাবে আবৃত এবং ওরা প্রত্যেকেই শ্রবণ বধির!
প্রথাগতভাবে তৈরি হচ্ছে শব্দের আবর্জনা,
তেমনি করে নষ্টদের লিঙ্গমস্তিতে জেগে উঠে বিভৎস-করুণ হাটবাজার!