তোমার সামনে প্রতিনিয়ত বয়ান করি লোক সভ্যতার
অথচ ভেতরটায় শূলব্যাথা জর্জরিত ভীত অন্ধকার!
তাইতো সমস্ত প্রলাপ ডিহাইড্রেশন হয়ে রূপ নেই উন্মত্ত, মাতাল উৎসবে!

আজকাল নিজের ছবিটাকেও মনে হয় কম্পমান ছায়া
অদ্ভুত রকমের স্তব্ধতা- স্বজনবান্ধব মৃত
সময়টাকে বেঁধে নিয়ে যায় দিগন্তহীন জনপদে!

নব উত্থানের মত্ত কলরোলে গন্থিত ভাষা ও ইতিহাসের
পিঠে নড়ে চড়ে কুনো ব্যাঙ, গোঙাতে থাকে!
আমরাও গোঙাতে থাকি.....