পশ্চিমাকাশ থেকে উড়ে
আসছে সুড়সুড় হাওয়া।
সভ্যতাজনিত যোনিপথ
বেয়ে প্লাবিত হচ্ছে
বদ্বীপ অঞ্চলীয় শিকড়বাঁকর!
মেরি মনরো
কিংবা
ম্যাডোনাদের ধারাক্রম
বক্ষরসের আদ্রতা ছুঁয়েছুঁয়ে,
কিংবা চুষেচুষে
হৃষ্টপৃষ্ট হয়েছে বীজকোষ
সেখানে ফসলতো ফলাবেই
শিল্পের নগ্নতায়।