কারো কারো মাথায় শক্তপোক্ত শিং গজায়
ওদের বন্দুকের নল সক্রিয় হতে থাকে,
ক্রমেই স্তুপাকার হতে থাকে রক্ত খাওয়া পাপ!
রহস্যময় ব্রিফকেস,কালো চশমা, উলঙ্গ নারী এভাবেই....
অন্যত্র কারো কারো পায়ের নিচে মাটি সরে যায়
নিঃশব্দে কেউকেউ কাঁদে, কাঁদছে
নেশাগ্রস্তের মতো দেখায় ওদের হাত,মুখ,চোখ!