ক্রমস বেড়ে চলেছে রাত, ঘুটঘুটে অন্ধকার
থেমে নেই ব্যাঙদের সমস্বরে চিৎকার!
প্রেমিকার দেহাবয়ব আগুনহীন নিরাবরণ
স্বপ্নভুক তরুণ নিতম্বে দোলে!
নারী তুমি--
প্রকৃতির খেয়ালীরূপের অন্তর্জ্বালায় মাতম করছ।
ল্যাম্পপোষ্টের নিচেও তেমনি আলোহীন বুক
নিতান্তই সস্তা আদিমতার ছায়াতল!
কবি খুঁজে নেয় নিষিদ্ধ চোরাগলি।