চাতুর্যপূর্ণ কূটকৌশলে তুমি নাহয় একটু এগিয়ে, পোশাকের খাপ খুলে সু-প্রাচীন সর্পিনীর নৃত্য আমারও যে ঢের দেখা আছে! তোমার ছলাকলার ষোলোকলায়, রূপঝুপ শব্দমালায় যুগ যুগ বেঁচে থাকে স্বৈরাতন্ত্র! আমি নাহয় একটুখানি ছাড় দিলাম-ই, তাই বলে তুমিও কী রঙিন চশমায় আবৃত হয়ে নিজেকে বিকোবে?
একান্ত নিজের কিংবা আকাঙ্ক্ষিত নারীর সাথে জীবন বিনিময়, সময়ের পালাবদলে একটু নড়েচড়ে, কিছুটা ধূসর হই। তবুও সত্য একান্তই আপন মানুষটিকে শিল্প ভেবেই অবিরত শিস বাজায়....কেননা আমি অন্ধ এবং বোকা, অভিঘাতে জর্জরিত!
প্রতিনিয়ত আত্মহনননের পথ খুঁজে খুঁজে ক্লান্ত! ধরেই নিলাম তোমার সামনে চৈতণ্যের প্রবাহ, কৌশোরের আবেগ-অনুভূতি কে নাড়িয়ে দেয়ার চাইতেও ক্লিটোরিসের নাড়াচাড়া কিংবা অর্গাজম 'র সুখ চাইবে, এটিই স্বাভাবিক! তবুও মনে রেখো মনের ভেতর জেগে থাকা নিষিদ্ধ পল্লীর ভেতরে বাতাস ঢুকেনা, ঢুকে সাপ।