আমি পৌরাণিক চাষা
এক আঁজলা সুমিষ্ট জল ঢেলে দিই বুকে
ভেতরে জল, উপরটায় আহ্লাদ!
নীল অদৃশ্য পারাপারে নগ্ন স্পর্শ....
নিমগ্ন অন্তরাত্মায় জেগে ওঠে প্রকৃতি।
আদিম শোকার্যে প্লাবিত দু-চোখ!
অতপর; জন্মের চেয়ে অধিকতর পাপ
কিংবা পরাচৈতন্য ডুব দিয়ে...
গ্রীক মিথলজির মতোই রহস্যঘেরা
তোমার চোখ এবং আমি পুনরায় জেগে উঠি ।