স্পার্ম কাউন্ট উঠানামা করছে
শীতল, উত্তাপ কিংবা মিশ্র অনুভবে
প্রাণের পরশ পাচ্ছে,ঝরছে!
বিচিত্র প্রনালীর অংকিত পথ-
জেগে উঠে কিংবা ঘুমিয়ে পড়ে।
কৃষ্ণবিবর থেকে অদ্যাবধি
রহস্যের জাল ক্রমেই ঘনীভূত,
মহাকাশ থেকে যেসব বার্তা ইতোমধ্যে
পোঁছে গেছে ধরণীর পরিক্রমায়
সেসব কিছুকিছু কাটছাঁট হচ্ছে।
খুব সহজে প্রতিউত্তর খুঁজে পায়
নারীর তলপেট ফুলে ফেঁপে উঠে আগন্তুক
নতুন সভ্যতা নির্মাণের কারিগর!