অতি যত্নে উর্বর করে
গড়ে নিয়েছি তোমায়!
অনাবাদী থেকে এখন
তুমি শিল্পের আবাদভূমি!

তোমার বুকে আজ
তরতাজা ফুলের ঘ্রাণ!
সুরভিত!

তোমার ভ্রুকুটিতেও
গভীর ধ্বণি,
নিশ্বাসে প্লাবিত হতে থাকি।

প্রেমার্ত পুরুষ....
শর্টভার্সন প্রশ্নপত্রের মতোই
সহজ করে নিয়েছে...
তোমার দৈহিক অবয়ব,
মনোজাগতিক বিষয়াবলী!

নারী--
তুমি ছলনাময়ী!
তবুও কামজবোধ
প্রসারিত শিল্প সংগমে!