একবিংশ শতাব্দীর ছায়ায় দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব কখনোই খুঁজে পাইনি, কংকাল সিংহাসনের কিনারায় বসে অনর্গল শুনছি কুমিরের হুংকার!
এছাড়াও আমার ভেতরের জল এবং বিষাদময় শব্দগুলো বড্ডবেশী পাঁয়চারী করতে থাকে, নরকের ধোঁয়ায় সিদ্ধ হতে থাকে অস্তিত্বের অনুভূতি!
এইভাবেই প্রতিদিন-ই ভোগ করি-ধূর্ত শিয়ালের কটুগন্ধ, হলুদ বৈরী বাতাস! রাত্রিতে ব্যাধিঘোরে জন্ম নেয় মৃত জোৎস্না, আকাশে জমেছে ময়লার স্তুপ, ভস্মের ভিতরে জন্ম নেয় পাপগ্রস্ত কালোচিতা! উপদ্রুত উপকূল পেরিয়ে-বিস্তীর্ণ প্রান্তরে লেগেছে মড়ক!
ওগো সোনাপাখি-সারারাতের সংগমে তোকে দিতে পারি শুধুই একজোড়া মুমূর্ষু পাখির ডানা।