১৫ আগষ্ট নিরবে নিভৃতে কেঁদে উঠি,
স্তব্ধতায় অবশ হতে থাকে সমস্ত স্নায়ু!
মড়মড় শব্দে ভেঙ্গে পড়ে সুবিস্তীর্ণ মাঠ,
এই জনপদে বইতে থাকে রক্তের স্রোতধারা...
ঘাতকের বুলেট বিদীর্ণ করে দেয়
বাংলাদেশের বুক।
তবুও সমুদ্রে কল্লোলিত সংগীত ভেজে ওঠে -
কেননা ঐ একটি মৃত্যুর নাম অবিনশ্বর চেতনা
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।