মৃত্যু- জানি একদিন তুমি আসবে
আসবে হিসেবের খসড়া নিয়ে!
তোমাকে রুখে দেওয়ার
শক্তি যে কারো নেই।
অমোঘ বিধান, তুমি আসবেই!
তুমি আসবেই যেকোনো দিন,
যেকোনো সময়!
প্রতিদিন তোমার আগমন ধ্বণিত হয়,
নিরবে কিংবা সাড়ম্বড়ে!
তবুও...
অবনীর মায়াজালে তোমাকে ভুলে যায়।
আমাদের তাড়িত করছে অস্তিত্ববাদ
কিংবা
আমরা ক্রমশ হয়ে যাচ্ছি পুঁজির জুয়াড়ি।
অসভ্য পেতাত্বারা মেতে উঠেছে,
নগ্ননৃত্যে মাতোয়ারা কালনাগিনী।