সময়ের সাইরেন বাজতেই থাকলো
তন্ত্রমন্ত্রে কেটে গেলো যৌবন,
কিছু সময় দৌড়ঝাপ-
কিছু ফেরারী সময়!
বিপ্লরের রাস্তায় হেঁটে গিয়ে
পুনরায় ফিরে আসা...
সমাজতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে
পুঁজির বেশ্যালয়ে আটকে গিয়ে হাঁসফাস!
কাশি গিয়েও চিড়বিড়ে দেহাংশ।
হয়তোবা নিঃশব্দে এগিয়ে আসছে মৃত্যু পরোয়ানা!