উড়ে যাচ্ছি মহাশূন্যের দিকে
উজ্জ্বল, অন্ধকার এবং গুমোট আবহে
হয়তোবা আমার চোখ দুটোই পাল্টে গেছে।
ধরণীর বুক কম্পিত হয়ে গোধূলিলগ্নে
ভেসে উঠে অবিকল মৃত্তিকার মুখ!
পীত বাদামী রঙের ছায়া,
মানুষ ও প্রাণীকুলের অজস্র জীবাশ্ম,
জলন্ত মেঘ ভেদ করে...
যক্ষপুরীদের উল্লাস যেমনটি থেমে নেই
তেমনি মহাশূণ্যের ছায়াবিন্যাসে
মৃত্তিকার মুখ
আমাকে যৌবনের ঘুঙুর পড়িয়ে দেয়।
উদগ্রীব তৃষ্ণার জলে-
নুয়ে পড়ে সমস্ত মহাজাগতিক দৃশ্যপট।