অর্ধ শতাব্দীর দ্বারপ্রান্তে এসে জীবনটাকে গুনতে থাকি-
উপলব্ধিগত- কৌড়ই ঢালের মতোই মড়মড়ে, কুনো ব্যাঙের মতোই নড়ে- চড়ে
শরীর ও মন- অতৃপ্ত আত্মার সিঁড়ি বেয়ে হয়ে উঠে ক্লান্ত পথিকের প্রতিচ্ছবি
জীবনটাকে তখন ভাবতে থাকি শ্যাওলা পচা পুকুরের মতোই অনর্থক!
যদি- না আমার ঘা ঘেঁষে যখন হেঁটে চলে মৃত্তিকার দু-হাত, নোনতা ঘাম
জলের দর্পনে কেঁপে ওঠে সমস্ত শরীর,স্নায়ুশিরায় খেলা করে প্রকৃতির দুর্নিবার দৃশ্য!
হৃদপিণ্ডে গতির ঝড় নিদেনপক্ষে নেংটি ইঁদুরের মতোই লম্পঝম্প দৌড়!