নিভৃতে হেঁটে যায়,
পুরোনু পথ, অলিগলি।
ঘাসফুল জেগে আছে,
মৌমাছিড়া উড়ে,
স্বচ্চ জলে-
মত্তলীলায় খেলছে হংসীদল।
কিছুটা সময়
পঞ্চবটীর কুলে জিরিয়ে নিই,
স্মৃতিগুলো হাঁটে,
কথা বলে,
এখনো আমার সত্তায়
মৃত্তিকা, তুমি জেগে আছো।
কেঁপে উঠে ঠোঁট
চুমুর স্বাদ....
বুকে-বুকে শিহরণ!
চোরা দৃষ্টিপাত....