মৃতপ্রায় শহরের বুকে-
মাঝেমধ্যে তলিয়ে যায়!
প্রায়শ;
নিজেকে খুঁজিফিরি
অচেনা, অজানা মানুষের ভীড়ে।
দেখছি-
প্রতিদিন, প্রতিমুহুর্তে
রঙ মহলের,
রঙের মাঝি,
বারবনিতার দরজায় ঢুকে যায়!
সদ্য গজিয়ে উঠা-
একদল কাকপক্ষী
বুলি আওরাতে থাকে অনর্গল।
অন্যত্র অনাকাংখীত গর্ভ যন্ত্রনায়
ছটপট করছে আমার প্রিয়তমা!