রোদ্রতেজে সারাদেহ ভিজে আছে
মনটাও আজ পাথর, রাগরক্তে তেজস্ক্রিয়
ঝাপসা চোখে দূরে কোথাও দেখছি বানরের
সঙ্গম!
এই কী অসুখ নাকি মনোবৈকল্য?
শ্যালো পাম্পের মুখে দাঁড়িয়ে কিছুসময়
ভেসে যেতে চাইলাম.....
অনুক্ত বোধের মধ্যে ডুব দিয়ে দেখলাম
শালিকের রথিক্রিয়া,বুঝলাম ভালবাসাটায় সত্য।
তাইতো কেবলি প্রার্থনা-
মৃন্ময়ীর বুকেও বৃষ্টি হোক,আমি প্লাবিত হবো।