আমার চারপাশে কয়েকজন নপুংশক হেঁটে বেড়ায়
একদল শৃগাল এবং একজন হিংসুটে নারীও!
এভাবে কালানুক্রমিক বয়ে চলেছি জীবন
এই যেনো আঁতুড়ঘরে আজন্ম বসবাস...
মুক্তির স্বাদটুকু পেতে জন্মান্তরের বন্দনা,
তবুও আমৃত্যু শেকলবন্দী খাঁচায় চটপট করছি
প্রকৃতি যখন সবুজ রূপ নেয় আমার চোখ তখন হলুদ
যখন বৃষ্টি পড়ে, ছুঁতে গেলেই দেখি নর্দমার দুর্গন্ধ
যখন দেখি বিজয়ের মিছিল-আমি খুব শংকিত
হয়ে পড়ি
এই বুঝি আমাকে আঘাত করতে আসবে
ক্ষমতাধর কতিপয় একজন!
আমার চারপাশ আলোহীন, মস্তিষ্কে অনবরত
ঘুরে বেড়ায় দুঃস্বপ্নরা!