এই শহরে-তামাটে মানুষগুলো হলুদচোখে দেখছে-
বাতাসে বাতাসে উড়ছে আজ মর্মঘাতী সুর,
প্রতিদিনের চেনা পদচিহ্ন যেনো বিনাশী যাত্রাপথ
মা, মাটির বুক কেঁপে উঠে অপমৃত্যুর কান্নায়।
এই সময়, এই মহাকাল যেনো শরনার্থীর মিছিল
শোলমাছের লেজের মতো ঘাই মারে দৃশ্যমান প্রকৃতি
সমস্ত বিস্ময়, অনুভূতিগুলোতে চুরুটের গন্ধ।
প্রেয়সীর বুকটাও যেনো চুনকামহীন দেয়াল।
মাটিতে শুয়ে ছায়াকে ধারণ করি-মৃত্যুছায়ায়।