প্রেমিকার প্রতি ভালবাসার
রাজসাক্ষী ছিল চন্দ্রনাথ !

সবুজ চুম্বন, গোলাকৃতি নেশায় চড়ত
এক, দুটি কবিতার পাণ্ডুলিপি,
শিল্পকলার শাখা, প্রশাখা
ডানা মেলে উড়ে যেতো,
উড়ে যেতো সারিবদ্ধ গাঙচিল!

নিম, মেহগনি, শালবনের ভাষাগুলো
প্লাবিত হতো...
কোকিলা সুরেশ্বরীর মাদকারসে
আকাঙ্ক্ষা জাগাতো প্রেমাসক্তি!

অরণ্যের প্রতি তীব্র আসক্তি...
এক টুকরো পাহাড় কেনার ইচ্ছে
দীর্ঘদিন ধরে লালন করছি-
আমার মনের গহীনে!