মনের দুয়ার বন্ধ কেন?
খুলে দাও প্লীজ
নতুবা সিঁদ কেটে ডুকে যাবো
এবং ভিজিয়ে দেবো।

উর্বর চাষাবাদে
তোমার ভালবাসার....
অনেকটা দখল চাই আমার।

জিউসের জন্যেও রেখে দিও
একপ্যাক ভালবাসা।
যদি সে রেগে যায়
হেরে যাবো আমি।

জিউস!
আফ্রোদিতি কিংবা ক্লিওপেট্রা নয়
বকুল তলার সখিরে চাইগো...