আমি প্রতিজ্ঞা করে বলছি-
আমার সমগ্র অস্তিত্বের শিরা উপশিরায়
মহিমান্বিত একটিই নাম মুহাম্মদ (সঃ)।
মহান ধর্মে,
বিশ্বাসে,
আদর্শ ও দীক্ষায়
সততা ও সত্যবাদিতায়
সর্বোপরি মহৎ কর্মে শুধুই তোমার নাম।

প্রতিনিয়ত,প্রতিটি ক্ষণে
শ্রদ্ধা ও ভালবাসায়
উচ্চারিত তোমার নাম
হে নবী ও রাসুল মুহাম্মদ (সঃ)।

তুমি আমাদের দিয়েছ আলোর দিশা
আমরা জেনেছি-
মানুষ-ই সৃষ্টির সেরা।

সর্বশ্রেষ্ঠ সংস্কারক এবং নেতা সেইতো তুমিই,
তুমিই- বিশ্বব্যাপী সর্বময় আদর্শ।

জানি, শত্রুরা আজ নেমেছে প্রতিহিংসায়-
কেননা ওরা কুৎসিত, পাপিষ্ঠ
এটাও নিশ্চিত করে জানি ওরা ধ্বংস হবে, হবেই।