মহামান্য, এই রক্তাক্ত সন্ধ্যায় জন্ম কবচ হাতে নিয়ে বলছি-
আমি কোন অপরাধ করিনি, আমি অতি সাধারণ একজন
বিশ্বাস করুন সুরক্ষিত মহাফেজখানায় আমার প্রবেশাধিকার ছিলোনা
নীলপর্দার অন্তরালে খিলান ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে জিজ্ঞাসা করুন...
ভেতরের উষ্ণ হাওয়ায় কতিপয় ভদ্রবেশী মুখ এবং অপ্সরীদের যাতায়াতে
আমি কিংবা আমার মতো আরো যারা আছে তারা নিতান্তই দুর্মুখ!
মহামান্য, আপনি ভুল করেই আমাকে দোষারোপ করছেন
আমি আপনার সমাজের উচ্চবর্গীয় শ্রেণীর গোলাম, আমার হাত বাঁধা, পা বাঁধা
যদিও চোখ দুটো বেঁচে আছে, বুকে অজস্র রক্তক্ষরণ!
হাড়ের শিরায় শিরায় মরার বোধ জাগে, কেননা-
আমাদের পান্তায় নুনের অভাব, সঙ্গমে স্ত্রীর চোখে জল নামে!
মহামান্য, বিশ্বাস করুন আমি কোন অপরাপ করিনি,
মাঝেমধ্যে ক্ষমতাধর কেউকেউ আমার /আমাদের মুন্ডু তাঁদের চাহিদা মোতাবেক যোগান দেয়!
মহামান্য, এইটুকুই হয়তো আমার অপরাধ,
তাতে আপনি আমাকে কী শাস্তি দেবেন?
মৃত্যু, সেইতো মরেই আছি।