কোন এক বিপ্লবের চুড়ান্ত সন্ধিক্ষণে
রাজপথ জুড়ে তুমুল হট্টগোল,
দিকবিদিক ছুটে চলছে মানুষ ও রঙ-
বেরঙের অজস্র পাখি
তুমিও ছুটছিলে হতচকিত হয়ে, আর আমি
লুব্ধ দৃষ্টি মেলে তোমার দিকেই তাকিয়ে ছিলাম!
অদ্ভুত চোখ দুটোতে এ কিসের আহবান?
বুকের ভেতর দীর্ঘ ছায়াপথে তেজস্ক্রিয় উত্তাপ ছড়িয়েছে
মুহুর্তেই রাস্তার ধারে ছেঁড়া কলাপাতাগুলোও
হয়ে গেলো রূপালী চোখ!
তখনও ভীষণ ভাবে অরক্ষিত চারিদিক
কিছুপর... তুমি যখন বসেছিলে রোদ্দুরে
সত্যপীরের মতো উজ্জ্বল ঠেকছিলো তোমার মুখ,
প্রাচীন ও রহস্যময় চোখ দুটোতে ভীষণ আলোড়ন!
হৃদয় উতরোল- অনাদিকালের আকাঙ্খায়
তোমার দিকে হাত বাড়াতেই...
বিষণ্ন ভ্রমণের মতো আমাকেও পেয়ে বসেছিলো স্তব্ধতা!
নিঃশব্দে, অনেকটাই কম্পমান কম্পাসের মতো
অনিদ্রায় কেটেছে যৌবন
আঁটকুড়ে শিথিল মরদের মতো দেখেছি সূর্যের রূপ!
সেই তো অনেকদিন হয়ে গেলো, ইতোমধ্যে
প্রতিবিপ্লবীরাও ডাল মুড়িয়ে গেছে বেশ ক 'বার!
মাঘ নিশীথের অন্ধকারে আজও
মেয়ে তুমি- আমাকে পোড়াচ্ছ!