আজ সকালে একটি দোয়েল পাখি
উড়ে এসে বসলো আমার জানালার কাছে,
উঠোন জুড়ে খেলছে জোড়া শালিক!
দোয়েল-শালিকের রূপটাই যেনো ভুলেই গিয়েছিলাম!
অনেক বছর আগেই বাড়ীর আঙিনায় দেখতে পেতাম
সেইতো প্রায় এক যুগ হবেই!
আজ হয়তো ওদের লকডাউন নেই
হয়তো ছিলো গত একযুগ!
আজ অনেকদিন পর মনে হলো
একটি যান্ত্রিকতাহীন সজীব ভূখণ্ডে আছি
এখানে থেমে গেছে ধুলাবালি, কালোধোঁয়া, হর্ণ!
তবে কি মাঝেমধ্যে লকডাউন-ই ভালো!
( লকডাউনকালীন সময়ের কবিতা)