জমজমাট হাট বসেছে, সওদা হচ্ছে,
কাঁড়ি কাঁড়ি টাকায় নিলাম উঠছে
কতিপয় নামী-দামী মার্কা।
মার্কা নিবেন ভাই মার্কা, ঐতিহ্যবাহী মার্কা আছে
আসুন ভাই আসুন, চলে গেলে আর পাবেন না।
হেলায় সূবর্ণ সুযোগ হারাবেন না।
বেশীয় টাকায়, মার্কা দামী।
ক্রেতারাও দাম হাঁকাচ্ছে বেশ, হেভীওয়েট সব ক্রেতা-
শিল্পপতি , চেম্বার সভাপতি, সাবেক আমলা,
ভূমির দালাল...
মার্কা বলেই কথা,যশ, খেতাব, ক্ষমতা আরো কত কী!
নারী, বাড়ী, গাড়ী অতপর; আরো কিছু....
ভীড় জমেছে হাটে, একদল দাবী করছে
এই মার্কা তাঁদেরই রক্তে কেনা
তিলতিল করে এই মার্কা তারা টিকিয়ে রেখেছে,
তাঁদের রক্তে কেনা এই মার্কা, অন্য কারো হতেই পারেনা
অন্যদল বলছে, বলছে ওরা তো সব ক্রীতদাস,
পুঁজিই সব, পুঁজি দেবো মার্কা নেবো!
ক্রীতদাসরা সব পিছু হটবে,
বিক্রেতারাও চাই পুঁজি। বেশি বেশি পুঁজি।