কোনো এক ভিসেরা রিপোর্টের তাগাধায় একদিন ডোমঘরে হাজিরা দিলাম,
কতিপয় ডোম মদ্যপান করছে, এছাড়া নাকি লাশকাটা সম্ভবই না।
অন্তত এই একটি কাজে আমার কাছে মদ্যপানের মাহাত্ম্য কিংবা বৈধতা প্রকাশ পেলো!
সেই ডোম, একটি লাশ কেটে কেটে অঙ্গপ্রত্যঙ্গ বিছিন্ন করলো,
লাশটি সদ্য কৌশোর পেরিয়ে যৌবনে পদার্পিত সুশ্রী তরুণীর!
শুনেছি স্বামীর অবহেলায় মেয়েটি সুইসাইড করেছে।
পরের লাশটিও তদ্রুপ, প্রেমিকার চলে যাওয়ায় যুবকের সুইসাইড!
ডোমটির কাছে জানতে পারলাম এইজাতীয় কেইস নাকি অহরহ!
সেই রাতে আমার মোটেও ঘুম হয়নি,
দৃষ্টিতে বারবার ভেসে আসছিলো সেই যুবক, যুবতীর সুস্রী মুখ!
সেদিনের পর থেকেই অনেকবার নিজের মনেই প্রশ্ন জেগেছে--
প্রেমটা আসলে কী?
প্রেম ছাড়া কী জীবন বাঁচেনা?
অদ্যাবদি এই প্রশ্নটির একটিমাত্র উত্তর খুঁজে পাই মানুষের জীবনে প্রেম থাকা চাই!