আমার দুটি চোখ পেছনের দিকে ক্রমস এগিয়ে যাচ্ছে
খুঁজতে থাকে পূর্বপুরুষদের অস্তিত্ব,
ভূপৃষ্ঠে কিছুকিছু চিহ্ন এঁকে দিয়ে যায়!
জানা যায়-পূর্বপুরুষদের রূপ কিংবা অন্তরাত্মা ছিল
গাছের মতো, ছায়া দিতো এবং অক্সিজেন।
ওরা মাটিতে পিঠ দিতো, বাতাসে স্নান করতো!
চোখ-পেছনের দিকে অগ্রসর হতেই
একজন শুদ্ধপুরুষ, কিংবা যাকে বলি পাগলা বাবা
এগিয়ে এসেই জিজ্ঞাসা করলো-তুই কে?
স্বপ্নটা ভেঙে যেতেই নিজের কাছেই জানতে চাইলাম
আমি কে? মানুষ কী?