লাশগুলো পড়ে আছে!
লাশের সাথে লাশের কথা চলছে
অব্যক্ত যন্ত্রণার কথা!
একদিন আগেও যারা ছিল প্রাণবন্ত
আজ প্রাণহীন নিথর!
লাশ গুলোর সাথে লাশের নিবিড়
সম্পর্ক গড়ে উঠে!
স্বপ্নের কথা
কষ্টের কথা,
প্রিয়জনের কথা!
কথাগুলো ভেসে উঠে শব্দ তরঙ্গে!
ওরা ছিল প্রগতিবাদী,
কর্ণফূলীর সন্তান
স্রোতোবহা নদী!
লাশগুলো মিছিলে শরীক হচ্ছে
কিছু কিছু দাবী...
ওদের মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই,বোন
সবাই থাকুক সুখে....!
ওদের স্বপ্ন! অবশেষে ঘুমিয়ে পড়ে!
চট্টগ্রাম ট্রাজেডি (১৮/১২/১৭) 'র প্রেক্ষাপটে।