ঘটিবাটি,আটকৌরই-পাঁচন, লাড়ু,সন্দেস
গঞ্জের হাটে হালখাতা, বলীখেলা....
বহুকালের পুরনো স্মৃতিগুলো মর্মরে বাজে।
যে ছবি আজ গিলে খেয়েছে অসভ্যতা!
কুসুমিত রোদ্দুর নিঃশব্দে ফুরিয়ে গেছে
মম্বন্তরে কেটে গেছে আরো কতগুলো বছর
জননী আমাদের সেই পুরনো গল্প শোনায়,
তাঁর চোখ যেনো আজ পরাজিত সময়েয় ক্যানভাস!