পেছনে, বিবর্তণের ইতোবৃত্ত,
বুকেপিঠে কালোছায়া!
কেননা আমাদের পূর্বপুরুষদের কেউকেউ
ক্রীতদাস ছিল!
এবং
কালধারায় সিদ্ধপুরুষগণ কেউকেউ ছিল প্রভূভুক!
রক্তপাত এবং শক্তিবাদের উল্লাসে...
ক্রীতদাসের ছায়ামানবগণ হেঁটে যায়!