বারান্দায় ঝুলে আছে একটি মরা টিকটিকি
নিস্পৃহ অন্য টিকটিকিগুলো শিকারে ব্যতিব্যস্ত!
বাহিরে অন্যসব দিনগুলোর মতোই সমস্ত কোলাহল
যথারীতি ছুটে চলেছে আনন্দ বেদনার কাব্যরথ!
আমি নিজেকে খুঁজে চলেছি আদিকালের ছায়ায়-
আমার মস্তিষ্কে ভেসে বেড়ায় সাধু সন্নাসীদের
অনন্ত দেহরূপ!
অতপর; এক যাদুকর এসে কেঁড়ে নিলো
আমার সমগ্র সত্তা।