স্বপ্নের গোড় খুঁড়ে চলে গেছো তুমি,
সুনসান নিরবতা, বুক জুড়ে সুতীব্র হাহাকার,
এই চোখ যেনো ভুলে গেছে ঘুম।
বিশ্বাস করো মৃত্তিকা, এখনো প্রতিদিন
তোমার পথ চেয়ে থাকি, ক্লান্তিহীন অপেক্ষা।
তুমি যেনো গোধূলি আঁকা সূর্যমুখ,
হৃদয়পটে স্পষ্টত; ছাপ রেখে গেছো।
কত যে স্বপ্নের পসরা সাজিয়েছি,
কত যে কবিতা বুনেছি মনে মনে,
কত যে হৃদয়পটে এঁকেছি তোমার ছবি।
আজ তুমি কাছে নেই, মূল্যহীন শুধুই আমি।
এ বুক আজ এক বহমান কষ্টনদী!
নিরবধি কষ্টের স্রোতধারা বয়ে যায়।