ড্রেসডেন অথবা চিরচেনা বরিশাল কলোনী সবটায় এক ঝটকায় পেছনে ফেলে আমি হেঁটে যায় অচৈতন্য কালের ছায়ায় কিংবা হতে পারে জন্মকালের কিছুদিন পর মাইটভাঙ্গা গ্রামে। যেখানে বেতবন, ডাহুকের ডাক, বেনেবউ 'র মিষ্টি সুর, প্রকৃতির লীলাকানন!
হয়তোবা আমি একটি বৃক্ষ কিংবা একটি পাখি হয়ে গেছি। প্রতিদিন মেঘবালিকার মতো করে আকাশটাকে দেখছি। উদ্ভ্রান্ত বাতাসে ছায়ার মতো লেপ্টে থাকা শরীরে কখনো রোদ, কখনো জোৎস্নার মায়াবী যৌবন সাঁতরে বেড়ায়।
মেঘনা' র কথাও যে বলতে হয়, ভীষণ উত্তেজক!পাড়ঘেঁষে বসে থাকি, তালগাছ-বাবুইনামা,
মাদুলি বাজিয়ে আসে বাইদানী এবং শব্দক্রীড়ায় মেতে উঠা কিছু সময়।