বুকের ভেতরে কেবলি বাসা বান্দে দুঃখের কালোছায়া,
বিষের কাঁটায় দিন, ঘুমহীন রাত কাটে!
শাল পিয়ালে নেই কুহুতান,
বুকের জমিনে বিস্মৃত ছায়ামুখ!

কলোনী মাঠ এখন নেশাগ্রস্ত যুবকদের আস্তানা,
অযত্নে পড়ে আছে পুরনো স্মৃতির মিম্বর!
যেখানে অবলিলায় ঠোঁটের মিলন হয়েছিল!

এখন আমার হাত, মুখ, চোখ নির্বাপিত
শরীরখানা ক্রমশ হয়ে উঠে কঙ্কাল!
এই পৃথিবী যেনো নির্জন, নির্বিকার এক গ্রহ!