এইমাত্র আড়মোড়া একটি দেয়াল খসে পড়লো
দেয়ালটির অস্তিত্ব ক্রমেই ভঙ্গুর হতে হতে সাড়ম্বরে বিলুপ্ত
এখন থেকেই দেয়ালবিহীন সময় হেঁটে চলবে সুবিন্যস্ত পথে
অমানুষের ছায়াযাত্রা থেকে ধীরে ধীরে
শৃঙ্খলিত পথিক হয়ে কবিতা ও গোলাপের সাথে।