প্রকৃতির শরীর জুড়ে আজ নাচের তরঙ্গ
আন্তগোলার্ধ যেনো রাজহাঁসের ডানা।
আমার সমস্ত রক্তবিন্দু মিশে গেছে নিম পাতার সবুজে,
আকাশপানে বয়ে যাচ্ছে রূপালী স্রোত!
নীরব দুপুরে জেগে উঠে শামারোখের যৌবন!

ডুবসাঁতারে-জন্ম নেয় কবিতা!
যেমনটি মাঝেমধ্যে মাষ্টারবেশনেও জন্ম নিয়ে থাকে কবিতা!
কবিতা ছড়িয়ে পড়ে প্লেগের মতো...
লক্ষ-কোটি নটিক্যাল মাইল!