অপারগতা জানিয়ে দূরে সরে গেলেও
তোমার ঐচোখের তীব্রতায় ক্রুশবিদ্ধ
হই প্রতিদিন।
অশরীরি হলেও এখনো তোমার ওষ্ঠ অধরে একবুক যন্ত্রণা ঢেলে দিই নিমিষে...
কিংবা বুকের খুব গভীরে ডুব সাঁতারে তরঙ্গায়িত হই।
আমার জানা ছিলনা, ঠোঁটে ঠোঁট ছুঁলে জাত যায় কিংবা কলঙ্কিনী!
জানতাম অশ্লীল অবয়বে ভাঁটফুল যেমন শ্রী হারায়নি, তুমিও না।
তুমিতো বলেছিলে, ভালবাসা এক পবিত্র ভূখন্ড, জীবনের পূর্ণতা এনে দেয়।
তবুও কেন জুজুবুড়ি সমাজ বিড়ম্বনায় তোমার এতটা অপরাগতা?
তাইতো তোমার প্রিয় কবিতার পাণ্ডুলিপি আজ উইপোকার খাদ্য বিশেষ!