আজকের বিষন্ন আকাশটা তোমাকে ছুঁয়েছে।
তোমার মুখাবয়বে ফুটে উঠেছে অদ্ভূত দ্যোতনা
তবু তোমার চোখ দুটি নীলাভ হরিণী,
দৃষ্টি প্রসারিণী!
তোমার জন্য আজ একখানা কবিতা রচিত হবে,
তোমাকে স্পর্শ করবো কবিতায়।
মনের ডায়েরীতে এঁকে চলেছি...
তুমি চঞ্চল, স্রোতোবহা নদী, তুমি সবুজ প্রকৃতি।