আমার দু-চোখ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে হতে
প্রতিদিন ক্লান্তিহীন ভাবে কিছু সুন্দর, কিছু অ-সুন্দর অবলোকন করে চলেছে। যন্ত্রবৎ সময়ের চাকায় ঘুরতে ঘুরতে, কতিপয় কদর্য মানবের ছায়ায়, প্রায়শ; ভাষাহীন অশ্লীলতা জেগে উঠে!
আমাকে পুনরায় জাগিয়ে তোলে কবিতা ও প্রকৃতি।ভীষণভাবে টেনে নিয়ে যায় সভ্যতার খুব কাছাকাছি। আমি খুঁজে নিই একটি পবিত্র সকাল, পাখির গুঞ্জন, দখিনা হাওয়া।