তোমার শরীরি টুংটাং বাজনায়-নিবেদনে
আহত শব্দরা পুনরায় জেগে উঠে,
বুকে শিহরণ জাগায়,
বাতাসে মাতাল স্নিগ্ধতা,
তুমি তখন হয়ে উঠো রৌদ্রপক্ব!
তোমার বুকের মধ্যভাগে বসে
শরীরিভূত,বিস্ময়-বিহ্বল কবি
স্তনবৃন্তে খুঁজে নেয় সৌরভ,
সুরঙ্গের গভীরে জন্মনেয় কবিতা।