দূর থেকে ভেসে আসে বেহালার সুর
বাঁকাচাঁদ আসমানে সাদানীল ফুল ফুটে
অসীমতটে জেগে থাকা আমার সত্তা
গভীর ক্লান্তি শেষে আরো সহস্র চোখ হয়ে
ফিরে আসে সৃষ্টিতত্ত্বের অপার মহিমায়।
দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর রূপ-যৌবন
চিরন্তন বেদনার কলরবে মুছে যাবে
রূপান্তরের হাট। শব সাধনায় ক্রমেই
স্পষ্ট হতে থাকে অশরীরি আত্মার পদধ্বনি।
আমরা যারা এখনো মানুষ, বেলাশেষে-
মৃত্যুর চেয়ে বড় সত্য কিছুই নেই!
তাইতো অদ্বিতীয় অসীম সত্ত্বার মহিমায়
আপাতত কিছুটা সময় ধ্যানমগ্ন হয়ে
বুকভরা নিঃশ্বাস নিই, সমর্পণ করি।