আতাউল হাকিম আরিফ
ঠোঁট কাঁপছে-তোমার আহ্লাদে, ভালবাসায়
তোমার শরীরি ভাঁজে ফোটা ফোটা বৃষ্টি ঝরে পড়ে
ছুঁয়ে যায় শীতল অনুভব...
তোমার মুখের হাসি যেনো মুক্তোরমালা।
তোমার চুল যখন হাওয়ায় উড়ে, উড়ে আমার প্রাণ
তোমার বাঁকা চাহনী চোখেরজ্যোতি স্পর্শ করে,
প্রেম জাগায়।
খুনসুটি অভিমানে.... কবিতা খুঁজে পাই ।