অনেকদিন ধরে বৃষ্টিপাতের খেলা নেই
বাদামী মেঘ, বাতাসটাও আজ মায়াহীন
তুমিও আজ ভীষণ নিরুত্তাপ!
সেদিন্টাতেও তোমার ঠোঁটে ছিলো মৃদু তরঙ্গ
বুকে জেগে উঠতো কালবোশেখী ঝড়,
সমস্ত আকাশটা দুমড়ে মুচড়ে বৃষ্টি নামতো!
নীচে, বহুদূর বয়ে যেতো জলস্রোত,
সৃষ্টির বিস্মরণে বেজে উঠতো শঙ্খধ্বনি।
প্রকৃতি আজ রুষ্ট, তুমিও যে প্রকৃতির কন্যা
তাইতো কালযজ্ঞে বিক্ষুব্ধ অস্তাচলে রচিত হবে
ক্ষুধা এবং সঙ্গমহীন বিছানার পদাবলী।